২৬ মে ২০২৩ ইং রোজ শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় শাহ মোস্তফা বিরানি হাউস এন্ড পাটি সেন্টারে এই দোয়া, মিলাদ মাহফিল ও আলোচনা সভা অনুস্টিত হয়
বাংলাদেশ বাউল কল্যাণ ফোরাম মৌলভীবাজার জেলা শাখার আহবায়ক বাউল শেখ জাহাঙ্গীরের সভাপতিত্বে ও সদস্য সচিব গীতিকার অধম সোহেল এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সৈয়দ শানুর একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি গীতিকার নিজাম উদ্দিন ভান্ডারি,
বাংলাদেশ বাউল কল্যাণ ফোরাম হবিগঞ্জ জেলা শাখার সভাপতি,বাউল এখলাছুর রহমান,বাউল সমিতি মৌলভীবাজার সদর উপজেলা শাখার সাধারণ সভাপতি মোঃ আসাদ আলী সম্পাদক শাহীন খান,বাউল সমিতি জেলা শাখার সহ সভাপতি আব্দুল কাইদ কাইয়ুম,
দৈনিক ক্রাইমসিন পড়ুন আপনার প্রতিষ্টানের বিশ্ব ব্যাপি প্রচারের জন্য বিজ্ঞাপন দিন
জেলা শাখার সাংগটনিক সম্পাদক ফয়ছল ফকির,শিপার আহমদ চৌধুরী, জালালি পারভেছ, দরবেশ কাদির,রোকশানা আক্তার,জালালি তানিয়া,সাংবাদিক এনামুল হক আলম,আব্দুল আলীম সহ প্রমুখ।