এনামুল হক আলম মৌলভীবাজার :
অদ্য ২০/০৭/২০২৩/ ইংরেজি রোজ শুক্রবার শাহ মোস্তফা বিরানি হাউজ এন্ড পাঠি সেন্টারে বাংলাদেশ বাউল সমিতি ।
মৌলভীবাজার সদর উপজেলা শাখার আয়োজনে এক জরুরি সভা অনুষ্ঠিত হয় উক্ত সভায় সভাপতিত্ব করেন বাউল সমিতি সদর উপজেলা কমিটির সহ সভাপতি বাউল দরবেশ কাদির সঞ্চালনায় ছিলেন।
বাউল সমিতি সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক গীতিকার শাহিন খান আলোচনার বিষয় বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার সদর উপজেলা কমিটির সভাপতি শাহ মোঃ আসাদ আলীর পদত্যাগ প্রসঙ্গে।
উক্ত সভায় ভক্তব রাখেন সদর উপজেলা শাখা সভাপতি জনাব শাহ আছাদ আলী, সাংগঠনিক সম্পাদক রুমন আহমেদ,জেলা সভাপতি বাউল শেখ জাহাঙ্গীর, জেলা সাধারণ সম্পাদক গীতিকার অধম সোহেল সহ সাধারণ সম্পাদক বাউল কিশোর দুলাল, জেলা সাংগঠনিক বাউল ফয়ছল ফকির, গীতিকার বাবু শ্রী অনুপ সূত্রধর, সিনিয়র সদস্য বাউল সিরাজুল ইসলাম সিরাজ বাউল আব্দুল কাইয়ুম আব্দুল হাসিম বাউল ইব্রাহিম, বাউল ছোট মিয়া,আজিজুল ইসলাম, বাউলা শাওন,বাউল রুনু মিয়া, ইয়াকুব মিয়া প্রমুখ
আরও পড়ুন ….