এনামুল হক আলম মৌলভীবাজার
স্বদেশ আগমন উপলক্ষে গীতিকার মোঃ রাসেল আহমদকে বাউল সমিতির শুভেচ্ছা স্মারক প্রধান।
১৭ ই নভেম্বর ২০২৩ ইংরেজি রোজ শুক্রবার বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার কার্যালয় কুসুমবাগ জুবেল মল এর তৃতীয় তলায় এই শুভেচ্ছা স্মারকটি প্রদান করা হয়।
জানা যায় গীতিকার মোঃ রাসেল আহমদ একজন সুনামধন্য লেখক ও একজন সংগীত প্রেমী,গীতিকার রাসেল আজমদ কিছুদিন আগে দেশে আগমন হলে বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে গীতিকার রাসেল আহমদ কে শুভেচ্ছা স্মারক প্রদান করা হয়।
আরও পড়ুন ….
এ সময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ বাউল সমিতি মৌলভীবাজার জেলা শাখার সভাপতি গীতিকার সুরকার বাউল শেখ জাহাঙ্গীর। বাংলাদেশ বাউল সমিতি মৌলভী বাজার জেলা শাখার উপদেষ্টা সাংবাদিক এনামুল হক আলম,শিল্পী আলী শিল্পী রোকশানা,বাচ্ছু,সহ প্রমোখ। শুভেচ্ছা স্মারক প্রদান শেষে শুরু হয় এক মনোগ্য সাংস্কৃতিক সন্ধ্যা।