নিজেস্ব প্রতিবেদক :
হবিগঞ্জের মাধবপুরের ঢাকা-সিলেট মহাসড়কে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে। সোমবার (২৬ জুন ) বেলা ১২ টার দিকে মাধবপুর উপজেলার কৃষ্ণ নগর নামক এলাকায় ঢাকা- সিলেট মহাসড়কে এই সড়ক দুর্ঘটনাটি ঘটে।
পুলিশ সুত্রে জানা যায়, উপজেলার পৌরসভাধীন কৃষ্ণ নগর থেকে মোটরসাইকেল (TVC Apache – 4 v রেজিঃ- হবিগঞ্জ – ল-১১-২০৯৩) যোগে সুশান পাম্প থেকে মাধবপুর বাজারে আসার সময় মহাসড়ক জালালাবাদ গ্যাস ফিল্ড এলাকায় রংপুর থেকে সিলেটমুখী ইউনাইটেড পরিবহন যাত্রীবাহী ঢাকা মেট্টো – ব, (১৩-২২৪২) নম্বরের একটি গাড়ি মুখোমুখি সংঘর্ষে হয়।
এতে মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী দৌলতমোল্লা( ৫৯ ) গুরুতর আহত হয়। মোটরসাইকেলটি বাসের নিচে চাপা পড়ে দুমড়ে মুচড়ে যায়। সংবাদ পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহযোগিতায় আহত দৌলত খান মোল্লাকে উপজেলা সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক গুরুতর অবস্থা দেখে উন্নত চিকিৎসার জন্য ঢাকা রেফার্ড করেন। সেখানে মৃত্যুবরণ করে। সে উপজেলার পৌরসভার ৪ নং ওয়ার্ডের কৃষ্ণ নগর গ্রামের মৃত গনি মিয়ার ছেলে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক এর সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনাকারী ঘাতক বাসটি পুলিশের হেফাজতে আছে এবং অজ্ঞাতনামা চালক পলাতক আছে। তিনি আরোও জানান রাস্তায় যান চলাচল স্বাভাবিক রয়েছে।
আরও পড়ুন …….
শ্রীমঙ্গলে ট্রেনের টিকিট কালোবাজারি গ্রেপ্তার র্যাবের অভিযানে