যৌথ সভায় এ অভিযোগ করেন।
বিএনপির আন্দোলনের রূপরেখা রাজনীতির নয়, ষড়যন্ত্রের এবং তারা এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার ফন্দি আঁটছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।,
ওবায়দুল কাদের আজ সকালে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাদের সঙ্গে,
নির্দলীয় সরকারের অধীন নির্বাচনের দাবিতে যুগপৎ আন্দোলনে বিএনপি তাদের সঙ্গীদের নিয়ে একটি সমন্বিত রূপরেখা ঘোষণা করার কথা বলেছে। এর সমালোচনা করে বক্তব্য দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।,
একই সঙ্গে প্রধানমন্ত্রীর বিদেশ সফর নিয়ে বিএনপি নেতারা যে সমালোচনা করছেন, সেই প্রসঙ্গ টেনে পাল্টা সমালোচনা করেন আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদের।,
তিনি বলেন, আন্দোলনে ব্যর্থ বিএনপি এখন দেশের অর্থনীতিকে ধ্বংস করার ফন্দি আঁটছে। ষড়যন্ত্রের রূপরেখা তৈরি করছে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অভিযোগ করেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর অবৈধ দলের অবৈধ মহাসচিব। সিটি নির্বাচনে দলীয় পরিচয় গোপন করে প্রার্থী হয়েছেন বিএনপির নেতা-কর্মীরা।,
বক্তব্যে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সিটি নির্বাচনে দলীয় সভাপতির নেতৃত্বে মনোনয়ন বোর্ডের নেওয়া সিদ্ধান্ত দলের সর্বস্তরের নেতা-কর্মীদের ঐক্যবদ্ধভাবে মেনে চলার আহ্বান জানান।
দৈনিক ক্রাইমসিন পড়ুন আপনার প্রতিষ্টানের বিশ্ব ব্যাপি প্রচারের জন্য বিজ্ঞাপন দিন
একই সঙ্গে মন্ত্রী, সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট ব্যক্তিদেরও নির্বাচন কমিশনের আচরণবিধি মেনে চলার আহ্বান জানান তিনি।
যৌথ সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম,,
সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন, মির্জা আজম, সুজিত রায় নন্দী, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশসহ ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলোর সভাপতি-সাধারণ সম্পাদকেরা।,