মোঃ মেহেদী হাসান মুন্না, রাজশাহীঃ
বিএনপি-জামায়াতের ডাকা সকাল-সন্ধ্যা হরতালের প্রতিবাদে রাজশাহীর মোড়ে মোড়ে অবস্থান কর্মসূচি এবং বিক্ষোভ মিছিল করেছে মহানগর আওয়ামী লীগ।
হরতালের প্রতিবাদে সকাল ১০ টার পর থেকে মহানগরীর সাহেব বাজার, লক্ষীপুর, কামারুজ্জামান চত্বর, তালাইমারিসহ ১০টি গুরুত্বপূর্ণ স্থানে আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ অবস্থান কর্মসূচি পালন করেন।
পরে দুপুর ১২.০০টার দিকে হরতালের প্রতিবাদে মহানগরীর সাহেব বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে মহানগর আওয়ামী লীগ। মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়কমোড় সমূহ প্রদক্ষিণ করে সাহেব বাজার জিরো পয়েন্টে সংক্ষিপ্ত পথসভা করেন। পথসভায় বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল, সহ-সভাপতি অধ্যক্ষ শফিকুর রহমান বাদশা, যুগ্ম সাধারণ সম্পাদক আহসানুল হক পিন্টু, মোস্তাক হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি, নূর মোহাম্মদ সিয়াম, সাধারণ সম্পাদক ডা: সিরাজুম মুবিন সবুজসহ স্থানীয় নেতৃবৃন্দ। এদিকে, হরতালে অপ্রীতিকর ঘটনা এড়াতে মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক ও সড়ক মোড় সমূহে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মহানগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো পরিদর্শন করেছেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার বিপ্লব বিজয় তালুকদার। এখন পর্যন্ত বিভিন্ন মামলায় মহানগর পুলিশ বিএনপি’র ৭৩ জন এবং জেলা পুলিশ ৫৩ জন নেতাকর্মীকে আটক করেছেন।
আরও পড়ুন ..