যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস্ পরশ বলেছেন, বিএনপি পদযাত্রার নামে হাতে হারিকেন নিয়ে পথে পথে ঘুরছে। মঙ্গলবার (১৩ জুন) রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বাংলাদেশ আওয়ামী যুবলীগ, ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত শান্তি সমাবেশে তিনি এ কথা বলেন।;
তিনি বলেন, সম্প্রতি বিএনপি বিভিন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নিজেদের নেতা-কর্মীদের সাংগঠনিক নিষেধাজ্ঞা দিচ্ছে। মেয়র এবং কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ থেকে তাদেরকে বিরত রাখার জন্য এবং নিরুৎসাহিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছে।কিন্তু লাভ হচ্ছে না। নিষেধাজ্ঞা দিয়েও লাভ হচ্ছে না।;
অধিকাংশ বিএনপি নেতারাই নির্বাচনমুখী উল্লেখ করে পরশ বলেন, বিএনপিরই একটা বিরাট অংশ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়। আমার পয়েন্ট, অবাধ এবং প্রতিযোগিতামূলক নির্বাচন বর্জন করা, নির্বাচনে অংশগ্রহণ করতে বাধা দেওয়া সুষ্ঠু নির্বাচনের পরিপন্থী আচরণ কিনা? এই অসঙ্গত আচরণের জন্য তাদেরকে দোষী সাব্যস্ত করা যায় কিনা? কিংবা তারা আমেরিকার ভিসা নিষেধাজ্ঞার আওতায় পরে কিনা? তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অবশ্য আগেও ভিসা নিষেধাজ্ঞায় পরেছিলেন।তার জন্য নতুন কিছু না।;
বিশেষ অতিথির বক্তব্যে যুবলীগ সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল বলেন, বিএনপি-জামায়াত সারা বাংলাদেশে আন্দোলনের নামে মানুষের জানমাল নিয়ে ছিনিমিনি খেলছেন, তারা বঙ্গবন্ধুকন্যাকে হত্যা করার হুমকি দিচ্ছেন, তারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার হুমকি দিচ্ছে, যেখানে সারা বাংলাদেশের মানুষ তাকিয়ে আছে বঙ্গবন্ধুকন্যার দিকে, বরিশালের মানুষ ভোট দিয়ে প্রমাণ করেছে বঙ্গবন্ধুকন্যাবিহীন, নৌকাবিহীন বরিশালের মাটিতে কোন প্রতীকের জায়গা নেই।;
তিনি আরো বলেন, খুলনার মানুষও বঙ্গবন্ধুকন্যার প্রতি শ্রদ্ধা রেখে নৌকায় ভোট দিয়ে খালেক সাহেবকে মেয়র বানিয়েছে। একই আওয়াজ দেশ ও জনগণের প্রতীক, নৌকা প্রতীক আর সেই নৌকার হাল ধরেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সন্তান রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।;
সেই শেখ হাসিনার বিরুদ্ধে ষড়যন্ত্র, দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র বিএনপি-জামায়াতের। তার প্রতিবাদেই বাংলাদেশ আওয়ামী যুবলীগ সারা বাংলাদেশে শান্তি সমাবেশের ডাক দিয়েছিল। শান্তিময় বাংলাদেশে শান্তি ধরে রাখার জন্য যুবলীগ থাকবে রাজপথে।;
তিনি মির্জা ফখরুলকে উদ্দেশ্য করে বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের নেতৃত্বে এই বাংলাদেশ। আওয়ামী লীগের নেতৃত্বেই বাংলাদেশ বিশ্বের বুকে মাথা উচু করে দাঁড়িয়েছে।;
Subscribe to get the latest posts sent to your email.