আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপি ফাইনাল খেলার আগেই ফাউল করা শুরু করেছে। আমরা ভিসা নীতির প্রেক্ষিতে সংশ্লিষ্ট দেশকে বলতে চাই- কালকে চট্টগ্রামে কারা বিশৃঙ্খলা করলো? কারা বঙ্গবন্ধুর ছবি ভাঙচুর করলো? এই হামলা আর সহ্য করা হবে না। আগুন সন্ত্রাসীদের আর ছাড় দেয়া হবে না।;
শুক্রবার (১৬ জুন) বিকেলে মিরপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে এ সমাবেশের আয়োজন করা হয়।;
এসময় ওবায়দুল কাদের আরও বলেন, যারা বঙ্গবন্ধুর হত্যাকারীদের পুরস্কৃত করেছে, যারা ২১ আগস্ট গ্রেনেড হামলা করেছিলো, যারা এক লক্ষ ত্রিশ হাজার ভুয়া ভোটার তৈরি করেছিলো, যারা ভোট চুরির জন্য দলের লোক হাফিজুলকে নির্বাচন কমিশনের দায়িত্ব প্রদান করেছিলো, যারা জাঙ্গিবাদীকে প্রশ্রয় দিয়ে এদেশকে আফগানিস্তান বানাতে চেয়েছিলো? তাদের হাতে বাংলাদেশের দায়িত্ব ছেড়ে দিতে পারি না।;
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, নির্বাচন শেষে পার্লামেন্ট ভাঙবে। আমাদের সংবিধান আছে। সংবিধানে যেভাবে আছে সেভাবে চলব। কারো পরামর্শে চলব না।;
বিদেশি কূটনীতিকদের ইঙ্গিত করে তিনি বলেন- পর্যবেক্ষক পাঠাতে পারেন, দেখতে পারেন কেমন নির্বাচন হচ্ছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক দাবি করেন, নির্বাচনের ওপর দেশের মানুষ আস্থাশীল। সেই নির্বাচন নিয়ে বিএনপির কথায় বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি।;
ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি শেখ বজলুর রহমানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক আফজাল হোসেন, সাধারণ সম্পাদক এস এম মান্নান কচি, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চুসহ মহানগর আওয়ামী লীগের নেতারা।;
Subscribe to get the latest posts sent to your email.