ক্রাইমসিন ডেস্কঃ
হবিগঞ্জের মাধবপুরে নানা কর্মসূচির মাধ্যমে বহুমাত্রিক প্রতিভার অধিকারী বীর মুক্তিযোদ্ধা শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এঁর ৭৪ তম জন্মবার্ষিকী ২০২৩ উদযাপন করা হয়েছে।
বিশিষ্ট ক্রীড়া সংগঠক, সংস্কৃতিসেবী ও বীর মুক্তিযোদ্ধা শহীদ শেখ কামাল এঁর ৭৪তম জন্মদিন আজ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা ফজিলাতুননেছা মুজিবের জৈষ্ঠ পুত্র শেখ কামাল ১৯৪৯ সালের ৫ আগস্ট গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বহুমাত্রিক প্রতিভার অধিকারী শেখ কামাল ১৯৭৫ সালের ১৫ আগস্ট পিতা-মাতার সঙ্গে সপরিবারে শহীদ হন। তিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের ছাত্র। বন্ধু ও শিল্পীদের নিয়ে গড়ে তুলেছিলেন ‘স্পন্দন শিল্পীগোষ্ঠী’। ছিলেন ‘ছায়ানট’ এ প্রশিক্ষিত সেতারবাদক। তিনি ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা। বাংলাদেশে আধুনিক ফুটবলের প্রবর্তক আবাহনী ক্রীড়াচক্রেরও প্রতিষ্ঠাতা শেখ কামাল। তিনি ১৯৭১ এ সরাসরি মহান মুক্তিযুদ্ধে অংশ নেন। সেসময় প্রথম ওয়ার কোর্সে প্রশিক্ষণ নিয়ে মুক্তিবাহিনীতে কমিশন্ড পেয়েছিলেন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল ওসমানীর এডিসি ছিলেন তিনি। স্বাধীনতার পর শেখ কামাল সেনাবাহিনী থেকে সেচ্ছা অবসর নিয়ে লেখাপড়ায় মনোনিবেশ করেন। ছাত্রলীগের একজন নিবেদিত, সংগ্রামী, আদর্শবাদী কর্মী হিসেবে ’৬৯ এর গণঅভ্যুত্থান, অসহযোগ আন্দোলন ও ’৭১ এর মুক্তিযুদ্ধে যথোচিত ভূমিকা পালন করেন।
শনিবার (৫ আগস্ট) সকাল ১১ টায় মাধবপুর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে শেখ কামালের জন্মদিন ক শ্রেণির দিবস উপলক্ষে শেখ কামালের প্রতিকৃতিতে যথাযথ মর্যাদায় পুষ্পস্তবক জ্ঞাপন করার মধ্য দিয়ে আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহ্সান সভাপতিত্বে ও সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায়, এএইচ এম ডাঃ ইশতিয়াক মামুন, ওসি মোঃ আব্দুর রাজ্জাক, মহিলা বিষয়ক কর্মকর্তা পিয়ারা বেগম, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান,আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, আওয়ামী লীগ নেতা রাখাল গোপ, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শংকর পাল চৌধুরী প্রমূখ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ, উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ রফিকুল নাজিম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ, এবং সাংবাদিক বৃন্দ।
উল্লেখ্য দিবস উপলক্ষে যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক যুব সংগঠনের মধ্যে গাছের চারা রোপণ ও বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।
আরও পড়ুন …