1. salmankoeas@gmail.com : admin :
ব্রী ২৮ ধান চাষ করে ক্ষতিগ্রস্ত কৃষক দায় কার ! দৈনিক ক্রাইমসিন - দৈনিক ক্রাইমসিন
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
শিরোনাম:
মাধবপুর ছাত্রদের উপর হামলা ও ভাংচুর এর মামলায় যুবলীগ নেতা গ্রেফতার দুমকিতে উপজেলা শ্রমিক লিগের কমিটি পদ থেকে সহ-সভাপতি খলিল পদত্যাগ করলেন।। মাধবপুরে বিনামূল্যে ছাগল ভেড়ার পিপিআর টিকা ক্যাম্পেইন। দুমকিতে আওয়ামী’লীগের ৩ নেতা আটক। সহকারী শিক্ষকদের ১০ম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন বন্যার্তদের সাহায্যার্থে পটুয়াখালী ভার্সিটি’র পক্ষ থেকে প্রধান উপদেষ্টার মাধবপুর প্রাথমিক শিক্ষকদের মানববন্ধন ও স্মারকলিপি প্রদান হবিগঞ্জে জি.কে.গউছ’র বিরুদ্ধে কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাধবপুরে জি.কে.গউছ’র বিরুদ্ধে কটুক্তি প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শাহজীবাজার রাবার বাগানে ২৩২টি রাবার গাছের চারা কর্তন করলো দুর্বৃত্তরা।

ব্রী ২৮ ধান চাষ করে ক্ষতিগ্রস্ত কৃষক দায় কার ! দৈনিক ক্রাইমসিন

মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ
  • Update Time : বৃহস্পতিবার, ২৭ এপ্রিল, ২০২৩
  • ১০৮ Time View

হবিগঞ্জের মাধবপুরে ব্রী ২৮ জাতের ধান চাষ করে ব্যাপক লোকসানের মুখে পড়েছে কৃষকরা। জানাযায় এই জাতের ধানের চাল সরু হওয়ায় ভোক্তাদের নিকট এর চাহিদা বেশি।

তাই কৃষকেরা লাভের আশায় এই ধানের আবাদ বেশি করেন। প্রতি বছরের ন্যায় এবছরও এই ধানের চাষাবাদ করে চল্লিশ থেকে শতভাগ পর্যন্ত চিটা হওয়ায় লোকসানের মুখে পড়েছে চাষিরা।

জগদীশপুর ইউনিয়নের সন্তোষপুর গ্রামের ক্ষতিগ্রস্ত এক কৃষক জানান এবছর ২৮ জাতের ধান চাষের আগে কৃষি বিভাগের কোন কর্মকর্তা তাদের সতর্ক করেননি।

এলাকার অর্ধেক কৃষক এই ধান চাষ করে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তিনি জানান।

একজন কৃষক তার ষাট শতাংশ জমির পুরোটাই চিটা হওয়ায় আগুন দিয়ে পুড়িয়ে দেয়। তবে ওই এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা মাহমুদুর রহমান এর দায় চাপাচ্ছেন কৃষকদের উপর।

তিনি জানান, এই জাত অনেক পুরোনো হয়ে গেছে। এছাড়া এবছর গরম বেশি হওয়ায় এই সমস্যা হয়েছে। ইউনিয়ন পরিষদে আমাদের অফিস আছে। কৃষকেরা এখানে এসে পরামর্শ নিতে পারেন।

গত দুই বছর যাবত ২৮ জাতের ধান না করে এর বদলে নতুন জাত ৮৮ চাষাবাদের জন্য আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি।

যারা আমাদের কাছে পরামর্শ নিতে আসেনি তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা মো: আল মামুন হাসান জানান, তিনটি কারণে এই সমস্যা হয়েছে।

প্রথম কারণ গরম আবহাওয়া, দ্বিতীয় কারণ সময়মতো ছত্রাকনাষক ব্যবহার না করা এবং তৃতীয় কারণ ২৮ জাতটি প্রায় পঁচিশ বছরের পুরনো তাই রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে।

আমরা কয়েকবছর যাবত কৃষকদের ২৮ ও ২৯ জাতের ধান চাষে অনুৎসাহিত করে আসছি। যার ফলে এবছর মাত্র দুই হাজার হেক্টর জমিতে ২৮ এবং সতেরশো হেক্টর জমিতে ২৯ ধানের আবাদ হয়েছে।

তিনি কৃষকদের সব সময় নতুন জাতের ধান চাষাবাদের অনুরোধ করে বলেন, আগামীতে সরকারি প্রণোদনা আসলে ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি করে সহায়তা করা হবে ।

সব সাম্প্রতিক খবরের জন্য,দৈনিক ক্রাইমসিন গুগল নিউজ চ্যানেল অনুসরণ করুন।

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

এই বিভাগের আরো খবর

আপনার প্রতিষ্টানের বিশ্বব্যাপি প্রচারের জন্য বিজ্ঞাপন দিন

© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com