ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা পাশে পটুয়াখালী ভার্সিটির ফিয়াদ।
দুমকী ও পবিপ্রবি( পটুয়াখালী) প্রতিনিধি:
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (জাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তিচ্ছু শিক্ষার্থীদের তথ্য ও বিনামূল্যে পরিবহন সহায়তা এবং উপহার দিয়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কম্পিউটার বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো: ফিয়াদুল হাসান ফিয়াদ।
২৫ অক্টোবর ( শুক্রবার) কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়৷ এ পরিক্ষায় পবিপ্রবি’তে প্রায় ৪ হাজার শিক্ষার্থীর আসন ছিলো। যাদের মধ্যে একটা বেশী অংশ শিক্ষার্থী এম. কেরামত আলী হল রাতে অবস্থান করে। তাদের সুবিধার্থে সহযোগীতার হাত বাড়িয়ে দেন মো: ফিয়াদুল হাসান ফিয়াদ।
দেশের বিভিন্ন অঞ্চল থেকে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের আবাসন ব্যবস্থা, পরীক্ষা কেন্দ্রে পৌছানো, যাতায়াতে সহায়তা ও তথ্য দিয়ে সহযোগীতা করছে।
যেখান থেকে ভর্তিচ্ছুদের পরীক্ষা কেন্দ্র সম্পর্কে অবগত করার পাশাপাশি তাদের সাথে থাকা ব্যাগ ও অন্যান্য জিনিসপত্র পরীক্ষা চলাকালীন সময়ে বিনামূল্যে নিজেদের তত্ত্বাবধানে রাখা হয়।
ঢাকা কেরানীগঞ্জ থেকে আগত আব্দুল্লা আল হাসিব নামের এক ভর্তি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থী বলেন,” পরীক্ষা দিতে এসেছি কিন্তু ক্যাম্পাসে পরিচিত কেউ ছিল না ফলে খুব অসহায় হয়ে পড়েছিলাম। ভাই আমাকে বিভিন্ন ভাবে সহযোগিতা করেছে। আমি ভাইয়ের কাছে এজন্য কৃতজ্ঞ ।
কম্পিউটার বিজ্ঞান অনুষদের শিক্ষার্থী মো: ফিয়াদুল হাসান ফিয়াদ বলেন, “দেশের বিভিন্নপ্রান্ত থেকে আগত শিক্ষার্থীদের সর্বোচ্চ সাহায্য করার চেষ্টা করছি। শিক্ষার্থীদের হলে থাকার ব্যবস্থা, কেন্দ্রে নিয়ে যাওয়া, ব্যাগ রাখাসহ যাবতীয় সহযোগিতা করছি।।#
Subscribe to get the latest posts sent to your email.