সোহাগ মিয়া, হবিগঞ্জ জেলা প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে গ্রামীণ সড়কের কালভার্ট ভেঙে চলাচলে দুর্ভোগ পোহাচ্ছে কয়েক গ্রামের হাজারো মানুষ।
গত কয়েক দিন ধরে কালভার্টটি ভেঙে পড়ে থাকলেও দেখার যেন কেউ নেই। বিশেষ করে কৃষকের উৎপাদিত ফসল আনা-নেওয়া ও কোমলমতি শিক্ষার্থীদের চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সাতপাড়িয়া, কালিনগর, শিবজয়নগর, ভাটি সুন্দরপুর, সহ কালিকাপুর বাজারের যাতায়াতের গ্রামীণ সড়কের বরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের কালভার্টটি ভেঙে গর্তে পরিনত হয়েছে। আর সেখান দিয়ে প্রতিনিয়তই ঝুঁকি নিয়ে চলছেন এই বিদ্যালয়ের শত-শত শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষ। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন এলাকাবাসীরা।
আরও পড়ুন ….
এলাকাবাসী জানায়, গত বিশ বছর পূর্বে ইউনিয়ন পরিষদ থেকে ওয়ার্ড মেম্বার দ্বারা এই কালভার্ট টি নির্মাণ করা হয়েছিল। এই কাচা সড়ক দিয়ে প্রায় ১০টি গ্রামের জনগণ চলাচল করে। এছাড়া বরতল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের এই সড়ক দিয়ে যেতে হয়। কালভার্টটি ভেঙে যাওয়ায় এলাকাবাসীসহ শিক্ষার্থীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে।