ভূলতা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল সাহেবর পদ ত্যাগ চেয়ে রোড ব্লগ কর্মসূচি:
মো: রায়হান
জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ।
ভূলতা স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল আব্দুল আউয়াল সাহেবর পদ ত্যাগের দাবিতে ১৯ই আগস্ট সোমবার সকাল ৮:৫০ মিনিটে রোড ব্লগ কর্মসূচি পালন করে ভূলতা স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা। এ সময় তারা ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে তাদের কর্মসূচি পালন করে।
শিক্ষার্থীদের অবরুদ্ধের কারণে দেখা দেয় ঢাকা-সিলেট মহাসড়ককের যানজট। এক পর্যায়ে পরিস্থিতি সামাল দিতে স্থানে উপস্থিত হয় সেনা কর্মকর্তারা এবং তারা শিক্ষার্থীদের ঘরে ফিরে যেতে আহবান জানান।
কিন্তু শিক্ষার্থীরা কারো কথা-কে উপেক্ষা না করে টানা ৬ ঘন্টা ঢাকা-সিলেট মহাসড়ককে অবস্থান করে। এতে করে ঢাকা-সিলেট মহাসড়ককে অরো বেশি যানজটের সৃষ্টি হয়।
শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে জানা যায় জনাব আউয়াল সাহেব সৈরাচার শাসক হাসিনার একজন এজেন্ট। তিনি বিভিন্ন সময় বিভিন্ন ভাবে শিক্ষার্থীদের হয়রানির শিকার করে এবং মাসিক ফ্রি অনেক বেশি আদায় করে।
শিক্ষার্থীরা আরো জানান যদি আউয়াল সাহেব আজকের ভিতর তার পদ হতে স্ব-ইচ্ছায় পদ ত্যাগ না করে তাহলে তারা অ-নিদিষ্ট কালের জন্য ঢাকা-সিলেট মহাসড়ক অবরুদ্ধ করে রাখবে। তাদের দাবি আদায় না হওয়ার পর্যন্তা তারা তাদের অবস্থান থেকে সরে আসবে না।
শিক্ষার্থীরা জনাব আবদুল আউয়াল সাহেবর পদ ত্যাগের পাশাপাশি আরো ২ দফা দাবি করে।
১. অনতিবিলম্বে স্কুল কমিটিকে বিলুপ্ত ঘোষণা করতে হবে।
২. ২০২৩-২০২৪ অর্থ বছরের আয় ব্যায়ের হিসাব রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কাছে দিয়ে যেতে হবে।