মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি
“করবো বীমা গড়বো দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারাদেশের ন্যায় ফরিদপুরের মধুখালীতে জাতীয় বীমা দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১লা মার্চ ২০২৪ইং) সকাল ১০ ঘটিকায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবুল কালাম আজাদ, এজিএম, ডেন্টালাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মধুখালী শাখা। এসময় বক্তব্য রাখেন হাফেজ মোঃ রাকিবুল হাসান মিঠু, জিএম, আকিজ তাকাফুল লাইফ ইন্স্যুরেন্স পিএলছি ফরিদপুর ডিভিশন। নিত্যরঞ্জন সাহা, ডিজিএম, ডেন্টালাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড মধুখালী শাখা। স্বপন কুমার দে, এজিএম, ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স মধুখালী শাখা।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ আবু তাহের সুইট, ব্রাঞ্চ ম্যানেজার বেঙ্গল ইসলামী লাইফ ইন্সুরেন্স মধুখালী শাখা। মোঃ রিপন শেখ, ব্রাঞ্চ ম্যানেজার ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স মধুখালী শাখা সহ বিভিন্ন বীমা কর্মী ও সাংবাদিক মন্ডলীরা।
Subscribe to get the latest posts sent to your email.