আরিফুল হাসান, (ফরিদপুর) জেলা প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে ১৫দিন যাবৎ ১১ বছরের এক বালক নিখোঁজ হয়েছে। তার নাম মোঃ আব্দুল্লাহ আল মামুন(১১)। সে ফরিদপুরের বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রামদিয়া গ্রামের মোঃ জালাল শেখের ছেলে।
নিখোঁজ বালকের মামা মোঃ জসিম শেখ জানান,আমার ভাগ্নে আমাদের বাড়ি মধুখালীতে থেকে মাদ্রাসাতে লেখা পড়া করে। গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি)২০২৪ তারিখে সন্ধায় ওদের নিজ বাড়ি বোয়ালমারি থেকে বেরিয়ে গিয়ে তার ভাগ্নে আর ফিরে আসেনি।
আরওপড়ুন …
বিভিন্ন আত্বীয় স্বজন এর বাড়িতে খোঁজ নেওয়া হলেও তাকে পাওয়া যায়নি। তাকে না পেয়ে আমার বোন নার্গিস বেগম বোয়ালমারি থানায় গত ১৪/২/২৪ তারিখে জিডি করেছে। জিডি নং ৫৩৭। তার গায়ের রং ফর্সা,পরনে ছিল কালো টাউজার ও শিতের জ্যাকেট। ছেলেটির খোজ পাওয়া মাত্রই তার বাবার মোবাইল নম্বরে (০১৮৭৭৩৮৫৩২৭ অথবা ০১৯২৪৪৮৮৪৯৪) যোগাযোগ করতে অনুরোধ রইল।
Subscribe to get the latest posts sent to your email.