মোঃ আরিফুল, ফরিদপুর জেলা প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে সড়ক দুর্ঘটনায় এক ট্রাক চালক নিহত হয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ট্রাকের হেলপার।
রবিবার (৫ মে ২০২৪ইং) সকাল ৬:১০ মিনিটের সময় মধুখালী পৌরসভার বনমালিদিয়া জাহিদ শিকদারের বাড়ির সামনে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনায় নিহত ট্রাক চালকের নাম মো: জোবায়েদ (২৮), পিতা অজ্ঞাত এবং গুরুতর আহত ট্রাক হেলপারের নাম মো: ফরিদ হোসেন (১৭),
পিতা মৃত জোবায়ের হোসেন,উভয় সাং সাদাইল, থানা কোট চাদপুর,জেলা ঝিনাইদাহ।
স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে মাগুরাগামী ট্রান্সপোর্ট এর মালামাল বোঝাই একটি ট্রাক যার রেজিস্ট্রেশন নাম্বার (যশোর ট ১১-৫৫ ৫৪) মধুখালী শাহ হাবিব মাদ্রাসা ও মধুখালী রেজিস্ট্রি অফিসের মাঝামাঝি স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের রেন্টি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ ঘটনায় ট্রাকের চালক ঘটনা স্থলেই নিহত হয়।
এছাড়া ট্রাকের হেলপার গুরুতর আহত হলে স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
তাৎক্ষণিক খবর পেয়ে করিমপুর হাইওয়ে পুলিশ এবং মধুখালী ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ও দুর্ঘটনা কবলিত গাড়িটি রাস্তা থেকে সরিয়ে নেয়। প্রাথমিকভাবে জানা যায়, ট্রাকের হেলপার ঘুম চোখে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় নিহতের লাশ বর্তমানে করিমপুর হাইওয়ে থানা পুলিশ হেফাজতে আছে।
Subscribe to get the latest posts sent to your email.