মোঃ আরিফুল হাসান, (ফরিদপুর):
মধুখালীতে ৪ লক্ষ টাকায় বাঁচাতে পারে ছোট্ট শিশু ইব্রাহিম এর জীবন। তিন বছর বয়সী ফুটফুটে একটা ছেলে শিশু ইব্রাহিম।
ইব্রাহিমের জন্মের পর শাফি-কনা দম্পতির সংসারে বয়ে গিয়েছিল আনন্দের বন্যা। তবে সেই আনন্দ ছিল ক্ষণিকের। ইব্রাহিমের জন্মের কয়েক দিন পর তার হার্টে ছিদ্র ধরা পরে।
চিকিৎসকরা জানিয়েছেন,দ্রুত সময়ের মধ্যেই তার অপারেশন প্রয়োজন। তবে আর্থিক সংকটের কারণে চিকিৎসার খরচ জোগাতে পারছেন না শিশুটির পরিবার, চোখের সামনেই মৃত্যুর দিকে ঢলে পড়ছে শিশুটি।
শিশু ইব্রাহিম ফরিদপুরের মধুখালী উপজেলার কোড়কদী ইউনিয়নের খোদাবাশপুর গ্রামের শাফি ও কনা দম্পতির ছেলে।
আরওপড়ুন …..
পারিবারিক সূত্রে জানা যায়, শাফী-কনা দম্পত্তির চার মেয়ে ১ ছেলে সন্তান নিয়ে ভালোই চলছিল।
কিন্তু জন্মের কিছুদিন পরে হার্টে ছিদ্র ধরা পড়ে শিশু ইব্রাহিমের, এছাড়া গত ২৫ দিন আগে ব্লাড ক্যান্সারে মারা গেছে দশ মাস বয়সী আরেকটি কন্যা শিশু।
তার চিকিৎসার জন্য খরচ হয়েছে কয়েক লক্ষ টাকা।
শাফী মোল্লা পেশায় একজন দিনমজুর, ছেলে ইব্রাহিম এর চিকিৎসা করাতে গিয়ে শেষ করে ফেলেছে নগদ টাকা, বিক্রি করে দিয়েছে স্ত্রীর সোনার গহনা
এখন ইব্রাহিমের হার্টের অপারেশনের জন্য প্রয়োজন আরো ৪ লক্ষ টাকা যা পরিবারের সামর্থের বাইরে।
ছেলের এই কষ্ট সইতে না পেরে পরিবারের সদস্যরা সমাজের বিত্তবান মানুষের কাছে সাহায্যের জন্য হাত বাড়িয়েছেন।
যদি কোন সহৃদয়বান ব্যক্তি শিশুটির জন্য সহযোগিতা করতে চান তাহলে তার পরিবারের সাথে যোগাযোগ করতে পারেন। মোবাইল- ০১৮২৩-২২১৪৬৯