মোঃ আরিফুল হাসান, ফরিদপুর জেলা প্রতিনিধি :
ফরিদপুরের মধুখালীতে স্বল্প আয়ের মানুষের জন্য ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। ব্যতিক্রমধর্মী আয়োজনে প্রথম দিনেই অসংখ্য ক্রেতার ভিড় লক্ষ্য করা গেছে। সাধারণ ক্রেতারা এ উদ্যোগ গ্রহণ করায় সাধুবাদ জানিয়েছে।
মাননীয় প্রধানমন্ত্রীর উপহার-সুলভ মূল্যে প্রাণিজ পুষ্টির সমাহার প্রাণিজ আমিষ জনগণের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার লক্ষ্যে প্রাণিসম্পদ অধিদপ্তরের উদ্যোগে পবিত্র মাহে রমজানে সুলভ মূল্যে দুধ ডিম ও মাংস বিক্রয় কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মোঃ আব্দুর রহমান।
শনিবার (৩০ মার্চ) সকাল ১০ ঘটিকায় মধুখালী পৌরসভাধীন বাজার বাস স্ট্যান্ড ওয়ালটন প্লাজার সামনে এই কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়।
এ সময় ৬০০ টাকা কেজি দরে গরুর মাংস, ৭০ টাকা লিটার গরুর দুধ এবং ১১ পিস বয়লারের ডিম ১০০ টাকায় বিক্রয় করা হয়।
আগামী ৭ দিন ব্যাপী এই কার্যক্রম অব্যাহত থাকবে।
আরওপড়ুন ….
এ সময় উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল হক বকু,অফিসার ইনচার্জ মোঃ মিরাজ হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মামনুন আহমেদ অনীক, ভাইস চেয়ারম্যান মুরাদুজ্জামান ও মোর্শেদ আক্তার মিনা সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।