মাধবপুর(হবিগঞ্জ)প্রতিনিধি :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে সাড়া দিয়ে হবিগঞ্জের মাধবপুরের মনতলা শাহজালাল সরকারী কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভসহ অবস্থান কর্মসূচি পালন করছেন।
শনিবার (৩ আগস্ট) বেলা ১১টার কলেজ গেটের সামনে জড়ো হয়ে মনতলা বাজারে বিক্ষোভ শেষে কলেজ শহীদ মিনারের এই অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা।
আরওপড়ুন ….
এসময় বক্তব্য রাখেন শিক্ষার্থী সয়নুল হক, আকবর আলী,রাহাতুল ইসলাম, ফরহাদ মিয়া,রিফাত খান,মারিয়া জাহান,খাদিজা আক্তার,নিলুফা আক্তার সহ আরও অনেকে।
বক্তরা বলেন, কোটা আন্দোলনকে ঘিরে সহিংসতায় সকল হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচারের দাবি জানান তারা। বিচার না হওয়া পর্যন্ত এই আন্দোলন কর্মসূচি পালনেরও ঘোষণা দেন।
Subscribe to get the latest posts sent to your email.