স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের মাধবপুরের হরষপুর রেলস্টেশনের ব্যবসায়ী ও বাসিন্দাদের উপর মাইক দিয়ে ঘোষনা দিয়ে হামলা ও লুটতরাজের অভিযোগ পাওয়া গেছে।
শুক্রবার (১৬ আগাস্ট) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার হরষপুর রেলস্টেশনে দুর্বৃত্তদের হামলা ও লুটতরাজ চলে। জানা যায়, ২০ -৩০ টি দোকান লুট হয়। আহতের সংখ্যা শতাধিক।
২ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন স্থানীয় শিয়ালুরি গ্রামের বাসিন্দা রাজু আহমেদ ও সুলতানপুর গ্রামের বাসিন্দা জামাল মিয়া।
সুত্র জানায়,হামলাকারীরা ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানার বাসিন্দা। স্থানীয় হরষপুর মাদ্রাসার মসজিদের ইমাম নিয়োগের দ্বন্দ্বে তাদের পক্ষ হয়ে আসলে এক পর্যায়ে কয়েকশো দুর্বৃত্ত দেশীয় অস্ত্র সাথে নিয়ে স্থানীয় হরষপুর রেলস্টেশনের ব্যবসায়ীদের দোকানে হামলা চালায়।হামলার ভয়াবহতা মাত্রাতিরিক্ত হওয়ায় দায়িত্বগত সেনাবাহিনীর টিম,বিজিবি কিংবা পুলিশ সামনে আসার ও সাহস করেনি এমন তথ্য জানিয়েছে কয়েকটি সূত্র।
স্থানীয় ধর্মনগর ইউনিয়নের চেয়ারম্যান ফারুক আহমেদ পারুল জানায়,বিজয়নগরের কতিপয় সন্ত্রাসীরা মাদ্রাসার অজুহাতে হরসপুর বাজারের অন্তত ৩০ থেকে ৪০ জন ব্যবসায়ীর দোকানপাট ভাঙচুর ও লুট করেছে।অনেকে আহত করেছে। তারা নিরস্র মানুষের উপরে হামলা করে নজিরবিহীন ঘটনা সৃষ্টি করেছে।
মাধবপুরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাসুদ জানান, বর্তমানে কিছুটা পরিস্থিতি শান্ত রয়েছে।খবর পাওয়ামাত্রই আমরা সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতা চেয়েছিলাম। রেলওয়ে স্টেশনের ব্যারিয়ার পড়ে থাকার কারণে আমাদের ঘুরে আসতে কিছুটা দেরি হয়েছে।তবে এ বিষয়ে তদন্ত করে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।