দৈনিক ক্রাইমসিন ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে দিনেদুপুরে এক যুবকের নিকট থেকে নগদ টাকা ও স্বর্ণের চেইন ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। হাজার টাকা নিয়ে যাওয়ার সময় তেলিয়াপাড়া রেলক্রসিংয়ের নিকট সৈয়দ কবির সহ অজ্ঞাত দুই যুবক তাদের মারধর করে টাকা ও স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়।
মনোয়ারা বেগম জানান, দুইদিন আগে বিশেষ প্রয়োজনে দেড় লক্ষ টাকা কৃষি ব্যাংক থেকে তুলেছিলাম। কাজে না লাগায় সেই টাকা আবার ব্যাংকে জমা দেওয়ার জন্য নিয়ে এসেছিলাম। তেলিয়াপাড়া রেলস্টেশনে এসে টাকাগুলো আমার ব্যাগ থেকে বের করে ছেলের হাতে দেই ব্যাংকে জমা দেওয়ার জন্য।
সময় সৈয়দ কবির দেখে ফেলে। কিছু বুঝার আগেই সে তার দুই সহযোগীকে নিয়ে এসে আমার ছেলেকে মারধর করে টাকা ও আমার ছেলের গলার স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
আরও পড়ুন ….