মাধবপুরের নারী উদ্যোক্তা শাবানা চৌধুরী অসুস্থ, দোয়া চেয়েছেন দেশবাসীর কাছে!
সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
মাধবপুর উপজেলার পুরস্কারপ্রাপ্ত নারী উদ্যোক্তা ও নারী সাংবাদিক চাঁদ সুলতানা চৌধুরী শাবানা অসুস্থ হয়ে উপজেলার একটি প্রাইভেট হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করছেন।
চাঁদ সুলতানা চৌধুরী শাবানা উপজেলার চৌমুহনী ইউপি’র হরিণখোলা গ্রামের মতি মাস্টারের কন্যা। জড়িত আছেন নারীদের স্বাবলম্বী করার জন্য বিভিন্ন সংস্থায় এবং সাংবাদিকতার সাথেও। এছাড়াও সামাজিক বিভিন্ন কর্মকান্ডে গুরুত্বপূর্ণ অংশগ্রহণে প্রশংসনীয় তিনি।
মাধবপুর মহিলা বিষয়ক কর্মকর্তা পেয়ারা বেগমও তাঁর দ্রুত সুস্থতা কামনা করেছেন। তিনি মনে করেন দ্রুতই তিনি সুস্থ হয়ে তার বিভিন্ন কর্মকান্ডে অংশগ্রহণ করবেন।
মাধবপুরের তরুন সাংবাদিক সোহাগ মিয়া জানান, আপু অত্যন্ত স্নেহশীল নিরহংকারী মানুষ। আমরা দোয়া করি যাতে তিনি দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন।
Subscribe to get the latest posts sent to your email.