দৈনিক ক্রাইমসিন ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরের কৃতি সন্তান বাংলাদেশ সুপ্রীম কোর্টের সিনিয়র আইনজীবি ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আইনজীবি হবিগঞ্জ জেলা বিএনপি এর অন্যতম সদস্য এড.আমিনুল ইসলাম কে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি নির্বাচিত করা হয়েছে।
বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) রাতে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান এর নির্দেশে সাবেক এর্টনী জেনারেল ও বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামে কেন্দ্রীয় কমিটির সভাপতি এ জে মোহাম্মদ আলী এবং সাধারন সম্পাদক বিএনপির কেন্দ্রীয় আইনবিষয়ক সম্পাদক ব্যারিষ্টার কায়সার কামাল সাক্ষরিত বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবি ফোরামের প্যাডে ১১৮ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষনা করেন। এতে এড.আমিনুল ইসলাম কে সহ সভাপতি নির্বাচিত করা হয়।
এড. আমিনুল ইসলাম হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার চৌমুহনী ইউনিয়নের গোপীনাথপুর গ্রামের বাসিন্দা ও মাধবপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান এড. সুফিয়া আক্তার হেলেন এর স্বামী। তিনি হবিগঞ্জ-৪(মাধবপুর-চুনারুঘাট) আসনে মনোনয়ন প্রত্যাশী।
আরও পড়ুন ….