নিজেস্ব প্রতিনিধি :
হবিগঞ্জের মাধবপুরে অজ্ঞাত পরিচয়ে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই নারীর আনুমানিক বয়স ৩৫।
পুলিশ সুত্রে জানা যায়, শনিবার (১৭ জুন) বিকেল আনুমানিক ৫ ঘটিকায় উপজেলা নোয়াপাড়া ইউনিয়নের উত্তর নোয়াপাড়া এলাকার মেটাডোর কোম্পানি পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় এক নারীর লাশ দেখতে পায় স্থানীয় লোকজন।
পরে পুলিশ কে খবর দিলে মাধবপুর থানার এসআই হুমায়ুন কবির ঘটনাস্থলে গিয়ে ওই নারীর লাশ উদ্ধার করে।
এসআই হুমায়ুন কবির জানান, ওই নারীর পরিচয় শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। ইতিমধ্যে হবিগঞ্জ পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পক্ষ থেকে ওই নারীর আঙুলের ছাপ নেওয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
আরও পড়ুন ….
বিএনপি ফাইনাল খেলার আগেই ফাউল শুরু করেছে