মাধবপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ
মাধবপুর(হবিগঞ্জ) প্রতিনিধিঃ
হবিগঞ্জের মাধবপুরে ফুটপাত ও মহাসড়কের পাশে গড়া উঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে।সোমবার সকাল থেকে উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল।স্থানীয় লোকজন জানান,একটি অবৈধ দখল বাজ চক্র কয়েক যুগ ধরে সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপর মহাসড়কের ফুটপাতের জায়গা দখল করে বিভিন্ন ব্যবসা প্রতিষ্টান গড়ে তুলে।এতে দুরপাল্লার যানবাহন মাধবপুরে প্রবেশ করা মাত্রই অসহনীয় যানজটের কবলে পড়ে।বারবার অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হলেও বেশিদিন টেকশই হয়না।ফের দখলে নিয়ে যায় প্রভাবশালীরা।এ কারনে মাধবপুরের যানজটকে অন্যতম যানজট হিসেবে ধরা হয়।এ ছাড়া সাধারণ মানুষের পায়ে হাটার রাস্তায় গড়ে উঠে ভাসমান দোকান। এসব দোকান বখরা নিতেন একটি চক্র।মাধবপুর মহাসড়ককে যানজট মুক্ত করতে জেলা ও মাধবপুর আইনশৃঙ্খলা সভায় সিদ্ধান্ত হয়। এ পরিপ্রেক্ষিততে মহাসড়কের সরকারি জায়গা ও ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান পাট উচ্ছেদ করা হয়েছে।মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার একেএম ফয়সাল জানান,সিলেট বিভাগের প্রবেশদ্বার মাধবপুর মহাসড়কের যানজট একটি বড় সমস্যা।এলাকার কিছু লোক প্রচলিত আইন লঙ্গন করে সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ স্থাপনা তৈরি করেছিল।যানবাহন ও পথচারীরা নির্বিঘ্ন চলাচল করতে সকল অবৈধ দোকান উচ্ছেদ করা হয়েছে।আবার কেউ বেআইনি কাজ করলে তাদের বিরুদ্ধ কঠোর আইন প্রয়োগ করা হবে।