হবিগঞ্জের মাধবপুরে পরকীয়ায় জড়িত ২ জনকে অসামাজিক কার্যকলাপের দায়ে গ্রেফতার করেছে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় মঙ্গলবার ১৩ জুন রাত ৮টার দিকে উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের রাস্তায় মধ্যে, যুবক ও বিবাহিত নারী অসামাজিক কার্যকলাপে থাকা অবস্থায় স্থানীয় লোকজন আটক করে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গেলে স্থানীয় লোকজন তাদেরকে পুলিশের হাতে তুলে দেয়।
আটককৃতরা হলো কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম থানাধীন কলাগাঁও গ্রামের রতিকান্ত দাসের ছেলে মহিতুষ দাস(২০) এবং অপরজন হলো মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউনিয়নের শিমুলঘর গ্রামের শেখ মোঃ জাহিদুল ইসলাম এর মেয়ে ও শেখ মোঃ করিমের স্ত্রী জোনাকি আক্তার (১৯) ।
মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ তদন্ত কেন্দ্রের এস আই মোঃ সাহিদুর রহমান জানান, সামাজিক যোগাযোগ মাাধ্যম মোবাইল ফোনে তারা দুইজন পরকীয়া সম্পর্কে জড়িত।