সোহাগ মিয়া, স্টাফ রিপোর্টারঃ
বুধবার ১মে সকাল ১০টায় বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মাধবপুর উপজেলা হবিগঞ্জের উদ্যোগে এক বিশাল র্যালী ও শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়।
র্যালীটি মাধবপুর উপজেলার শাহজীবাজার দরগাহগেইট থেকে শুরু হয়ে গ্যাসফিল্ড মানিকপুর বিশ্বরোড গিয়ে সংক্ষিপ্ত শ্রমিক সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন মাধবপুর উপজেলা শাখার সভাপতি নায়েব উল্লা’র সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ইন্জিনিয়ার আসাদুজ্জামান রেজা’র সঞ্চালনায় র্যালীটি শুরু হয়।
এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন হবিগন্জ জেলা শাখার অন্যতম প্রধান উপদেষ্টা অধ্যক্ষ কজী মোহসিন আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা শাখার উপদেষ্টা আলাউদ্দিন ভূইয়া, উপদেষ্টা মাওলানা নবীর হুসাইন, কালিকাপুর সরকারি প্রাথমিক বিদ্যায়ের শিক্ষক হাবিবুর রহমান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন বাঘাসুরা ইউনিয়ন শাখার সভাপতি ডা. আলমগীর আলম, সহ-সভাপতি দুলাল মিয়া, নোয়াপাড়া ইউনিয়ন শাখার সভাপতি আলমগীর কবীর, অলিপুর ওয়ার্ড সভাপতি শাহ আলম মাহদি, নির্মান শ্রমিক ট্রেড ইউনিয়ন মাধবপুর শাখার সভাপতি জাকির হুসাইন, রিক্সা শ্রমিক ট্রেড ইউনিয়নের সভাপতি সাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নাজমূল ইসলাম, আহমেদ কাজল সহ বিভিন্ন নেতৃবৃন্দ।