মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার বেজুরা গ্রামের আলোচিত পাভেল মিয়া হত্যার ঘটনায় থানায় মামলা হয়েছে।
রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে নিহত পাভেল মিয়া’র বড় ভাই হামিদ মিয়া বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৬০/৭০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় জগদীশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ খান কে প্রধান আসামি করা হয়েছে।
আরওপড়ুন ….
পুলিশ ইতিমধ্যেই মামলার প্রধান আসামি ইউপি চেয়ারম্যান মাসুদ খান (৩৫), বেজুরা গ্রামের খুর্সেদ আলীর পুত্র মারুফ মিয়া (৪৫) ও সেলিম মিয়ার পুত্র ফয়সাল মিয়া (২৬) কে গ্রেপ্তার করেছে। উল্লেখ্য শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার বেজুরা গ্রামে গত সংসদ নির্বাচনে পরাজিত আওয়ামী লীগের প্রার্থীর পক্ষের লোকজনের সাথে বিজয়ী সতন্ত্র প্রার্থীর লোকজনের দফায় দফায় সংঘর্ষ ও বিভিন্ন বাড়িঘর ভাংচুরের ঘটনা ঘটে।
এতে প্রায় ৩০ জন আহত হয়। গুরুতর আহত পাভেল মিয়া (৩০) শনিবার দিবাগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, মামলার প্রধান আসামি সহ তিন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে। বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।