দৈনিক ক্রাইমসিন নিউজ ডেক্স :
মাধবপুর (হবিগঞ্জ) হবিগঞ্জের মাধবপুরে ১৫০ পিস ইয়াবাসহ মমিন মিয়া(৩৪) নামে এক মাদক কারবারীকে গ্রেফতার করেছে পুলিশ।
সে মাধবপুর উপজেলার ছাতিয়াইন গ্রামের শানু মিয়া’র পুত্র। পুলিশ সুত্রে জানা যায়, মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন ছাতিয়াইন পুলিশ ফাঁড়ির এসআই সাইদুর রহমান এর নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার ছাতিয়াইন রতনপুর রোডে অভিযান চালিয়ে ১৫০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেন।
মাধবপুর থানার ওসি মো: রকিবুল ইসলাম খান সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু প্রকৃয়াধীন আছে। তার বিরুদ্ধে আগের আরও তিনটি ডাকাতি মামলা রয়েছে ।