কে .এ. সালমান :
হবিগঞ্জের মাধবপুরে পুরনো কবরস্থান দখল করে বিক্রি ও এতে মরিচ ক্ষেতের চাষ করায় অভিযোগ পাওয়া গেছে। উপজেলার চৌমুহনী ইউপির কমলপুর গ্রামের মুসলিম মিয়ার পুত্র বজলু মিয়া(৫৫) মালিকাধীন রয়েছে ওই জমিটি।
সূত্র জানায়,কয়েক যুগ আগে আব্দুল মাওলা নামে এক লোক স্থানীয় কমলপুর মৌজার এসএ দাগ ২৪৪৭ এর ০৯ শতক জায়গা কবরস্থান হিসেবে দান করলে তা রেকর্ড হয়।
জমিটির বর্তমান দখলদার বজলু মিয়া জানান,এটি একাধিক বিক্রির মাধ্যমে তার কাছে এসেছে।এটি কবরস্থান নয় বরং তাদের মালিকানাধীন কৃষি জমি।
স্থানীয় বাসিন্দা ইউনুস মিয়া ,মহর আলীর,মুমিন মিয়া জানান,তাদের আত্মীয়-স্বজনের কবর রয়েছে ওই স্থানটিতে।তারা জানান আরো ,স্থানটিতে শতাধিক কবর রয়েছে এলাকাবাসীর।
আরওপড়ুন …..
স্থানীয় ইউপি চেয়ারম্যান মাহবুবুর রহমান সোহাগ বলেন,এরকম কবরস্থান দখলের ঘটনা থাকলে বিষয়টি অবশ্যই আমলে নেয়া হবে।
এ ব্যাপারে মাধবপুরের এসিল্যান্ড রাহাত বিন কুতুব জানান,বিষয়টি খতিয়ে দেখা হবে। কবরস্থান রেকর্ড হিসেবে থাকলে ইহা বিক্রি করা যাবে না।