গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বলেছেন বর্তমানে আমাদের দেশে উন্নত দেশের ন্যায় হতদরিদ্র সংখ্যা কমে এসেছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন বাজেটে আরোও বরাদ্দ দেওয়া হবে।
প্রধানমন্ত্রী সবাইকে নিয়ে অন্তর্ভুক্তি মূলক উন্নয়নে অন্তর্ভুক্তি উন্নয়ন ও টেকসই উন্নয়ন এই দুটিকে নিশ্চিত করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে প্রকল্প হাতে নিয়েছেন ২০৪১ সালে উন্নত বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ গড়ার জন্য
যে স্বপ্ন তুলে ধরেছেন আমার বিশ্বাস মাধবপুর- চুনারুঘাট এলাকার জনগন বাস্তবায়নের ক্ষেত্রে সামনের কাতারের সৈনিক হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে কাজ করবে।হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত
সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তন স্বচ্ছতায় সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে শিক্ষা বৃত্তি ও বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায় আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান সহ নেতৃবৃন্দ। উল্লেখ্য,
উপজেলা প্রশাসন কর্তৃক সমতলে বসবাসরত ক্ষুদ্র নৃগোষ্ঠীর ১০০ জন শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি ও ২০ জনকে বাইসাইকেল বিতরণ করা হয়। এবং প্রাণী সম্পদ দপ্তর কর্তৃক হাওর অঞ্চলে সমন্বিত প্রাণী সম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায়
নির্বাচিত সুফলভোগীদের মাঝে ছাগল বিতরণ ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক কন্দাল ফসল উন্নয়ন প্রকল্পের আওতায় কৃষি মেলার শুভ উদ্বোধন ও মতবিনিময় বিমান প্রতিমন্ত্রী এড. মো: মাহবুব আলী এমপি।
উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, মাধবপুর থানা কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আব্দুস সাত্তার বেগ সহ
বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। আরোও উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক মোঃ এরশাদ আলী সহ সাংবাদিক বৃন্দ।