1. salmankoeas@gmail.com : admin :
মাধবপুরে কোম্পানির দূষিত পানিতে মারা গেল খামারির ৩০০ হাঁস! - দৈনিক ক্রাইমসিন
মঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ০৮:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
মাধবপুরে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ গ্রেফতার -২, বিএনপির আনন্দ মিছিল। সৃষ্টির মাঝে তুমিই মহান-অদৃশ্যে বিদ্যমান নীলফামারীতে জাতীয় আইন শহয়তা দিবস পালিত ভারতে মুসলমানদের উপর নির্মম নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সেক্রেটারি ও ইউ/পি চেয়ারম্যান আতিক গ্রে ফ তা র আইজিপি ব্যাজ পাচ্ছেন মৌলভীবাজারের পুলিশ সুপার মাধবপুরে তেলমাছড়ার পাহাড়ে পানি সংকটে বন্যপ্রাণী জিসাস বগুড়া জেলার নেতৃবৃন্দের সাথে সৌজন্যে সাক্ষাৎ করেন নবগঠিত শহর কমিটির নেতৃবৃন্দরা দিনাজপুর হাকিমপুরে যৌন উত্তেজক সিরাপ বিক্রির দায়ে দেড় লাখ টাকা জরিমানা কিশোরগঞ্জে প্রবাসীকে অপহরণ করে মুক্তিপণের জন্য দাবি করায় মুজাহিদুল নামে একজন গ্রেফতার

মাধবপুরে কোম্পানির দূষিত পানিতে মারা গেল খামারির ৩০০ হাঁস!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০২৪
  • ৪৯ Time View

স্টাফ রিপোর্টার :
হবিগঞ্জের মাধবপুরে কয়েকটি কোম্পানি থেকে নিষ্কাশিত দূষিত পানিতে এক কৃষকের ৩০০ হাঁস মারা যাওয়ার ঘটনা ঘটেছে।প্রায়শই ওইসব দূষিত পানিতে স্থানীয় হাঁস-মুরগি ও মৎস্য সম্পদের ক্ষতি সাধনের ঘটনা ঘটছে।ভুক্তভোগী ওই কৃষক খামারি নাম জমির আলী।তিনি উপজেলার বাঘাসুরা ইউপির সাতপাড়িয়া গ্রামের মৃত মোর্তুজ আলীর পুত্র ।

এ ঘটনায় তার প্রায় ৩-৪ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়েছে।ফলে।চরম আর্থিক সংকটে দিন যাচ্ছে কৃষকের।

জানা যায়,রবিবার (১৫ ডিসেম্বর) খামারি জমির আলীর হাঁস স্থানীয় একটি খালের দূষিত পানিতে নামলে আচমকাই হাঁসগুলা মরতে শুরু করে। খামারীর ৮০০ হাসের মধ্যে ৩০০ হাসই রাতের ভিতরে মারা যায়।এলাকায় পানি দূষণের কারণে আরো অহরহ হাঁস-মুরগী ও খাল বিলের মাছ মারা যাওয়ার ঘটনা ঘটছে।স্থানীয় ৩টি কোম্পানির দূষিত পানি খালে নিষ্কাশিত হয়।কোম্পানির ইটিপি ভালভাবে কাজ না করায় স্থানীয় রাজখাল নামে পরিচিত একটি খাল চরম দূষণের শিকার হচ্ছে এমন অভিযোগ এলাকাবাসীর। ওই স্থানীয় কোম্পানিগুলো হলো-কভারটেক ওয়্যার কোম্পানি লি:,পাইয়োনিয়ার ডেনিম লি: ও নাহিদ টেক্সটাইল লি:।

ভুক্তভোগী কৃষক জমির আলী দৈনিক ক্রাইমসিনকে  বলেন,আমার ৮০০ মধ্যে ৩০০ হাঁস কোম্পানির দূষিত পানিতে মারা গেছে।সবগুলা হাসছিল ডিমওয়াল খাকি ক্যাম্বেল জাতের। বাকি হাঁসগুলার অবস্থাও আশঙ্কাজনক।আমি চাই দূষিত পানির বিষয়ে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করুক।

স্থানীয় ইউপি সদস্য হারুন মিয়া জানায়,খালটি দূষণের কারণে ক্রমেই বিপদজ্জনক হয়ে উঠছে। আজ জমির আলীর তিন শত হাস মারা গেল।আমরা এর বিহিদ চাই।

যোগাযোগ করা হলে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.মিঠুন সরকার জানান,ভুক্তভোগী আমাদের সাথে যোগাযোগ করলে আমরা প্রয়োজনে চিকিৎসা প্রদান করব।আর দূষিত পানিতে হাঁস মারা গেলে বিষয়টি পরিবেশ অধিদপ্তরের দায়িত্ব রয়েছে।

এ ব্যাপারে উল্লেখিত ৩টি কোম্পানির কর্মকর্তাদের সাথে যোগাযোগ করা হলে তারা এ বিষয়ে বক্তব্য দিতে রাজি হননি।

হবিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক আখতারুজ্জামান টুকু জানান, কোম্পানিগুলা পরিবেশের লাইসেন্স নিয়ে কাজ করছে। এরপরেও ফ্যাক্টরিসমূহ থেকে কোন ধরনের দূষিত পানি খালে প্রবেশ করলে আমরা তদন্ত করে ব্যবস্থা নেব।

 

আপনার সামাজিক মিডিয়া এই পোস্ট শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2023 দৈনিক ক্রাইমসিন
Theme Customized BY ITPolly.Com