ক্রাইমসিন নিউজ ডেক্ম :
হবিগঞ্জ-৪(মাধবপুর- চুনারুঘাট) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমন ক্লিন মাধবপুর এর কার্যক্রম এর উদ্বোধন করেছেন।
শনিবার (২৭ জানুয়ারি) দুপুর ১২ টায় মাধবপুর উপজেলা সদরে সেচ্ছাসেবী সংগঠন ” ক্লিন মাধবপুর” এর আয়োজনে পৌরসভার নতুন হাসপাতাল রোডের পাশের খালের কচুরিপানা ও ময়লা আবর্জনা পরিষ্কার কার্যক্রমের উদ্বোধনের সময় ব্যারিস্টার সুমন নেতাদের উদ্দেশ্যে বলেন-সেন্ট ওয়ালা ড্রেস থেকে নেমে এসে কাজে নামেন।
আরওপড়ুন …
মাধবপুরে কাশিমনগর পুলিশ ফাঁড়ির দুই কনস্টেবলকে ক্লোজড
কাজের মাধ্যমে মানুষের হৃদয় জয় করতে হবে।আমি বড় বড় পাঞ্জাবী পরে ঢাকায় ঘুরাঘুরি করতে এমপি হয়নি। আমি যেটা ধরি সেটার শেষ দেখে ছাড়ি। যারা কাজ করবে তাঁরাই নেতৃত্ব দিবে। সুন্দর সুন্দর কাপড় পড়ে ঘুরাঘুরি করে আর নেতা হওয়ার সুযোগ নেই। নেতা হতে হলে মানুষের জন্য কাজ করতে হবে।
এসময় তিনি মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ মোহাম্মদ শাহজাহান ও ক্লিন মাধবপুর এর প্রশংসা করেন এবং ক্লিন মাধবপুর এর কাজের জন্য পাঁচ লাখ টাকা দেওয়ার ঘোষণা দেন।
Subscribe to get the latest posts sent to your email.