মুজাহিদ মসি, মাধবপুর(হবিগঞ্জ):
হবিগঞ্জের মাধবপুর বাজারে সোশ্যাল এন্টারপ্রাইজ লোন নামে নিবন্ধনহীন একটি এনজিও ঋণ দেওয়ার নাম করে শত শত গ্রাহক থেকে সঞ্চয় সংগ্রহ করে ওই টাকা নিয়ে লাপাত্তা হয়ে গেছেন।এ নিয়ে মাধবপুর থানা ও জেলা প্রশাসনে অভিযোগ দায়ের করা হয়েছে।
সুত্র জানায়,গতকাল সোমবার ২ এপ্রিল মাধবপুর উপজেলার বাসিন্দা জয়নাল মিয়া,পারুল বেগম ও লিটন মিয়ার মতন প্রায় অর্ধশতাধিক লোকের অর্থ নিয়ে গায়েব হয়ে যায় ওই প্রতিষ্ঠানটি।গ্রাহকরা ঋণ নিতে এসে প্রতিষ্ঠানটি তালাবদ্ধ দেখতে তারা।পরে ভুক্তভোগীরা বিচারের জন্য প্রতিবাদ ও মানববন্ধন করেন।
উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ আবুল ফয়সল চৌধুরীর জানান,এ ধরনের এনজিও উপজেলা প্রশাসনের নিবন্ধিত নয়।এদের কর্মকাণ্ড আগে থেকেই উদ্ভট ছিল।
উপজেলা প্রশাসনের নাকের ডগায় এ ধরনের প্রতারক এনজিও গ্রাহকের টাকা আত্মসাৎ করে কৌশলে পালিয়ে যাওয়ায় এদের গাফলতি নিয়ে প্রশ্ন তুলেছেন সচেতন মহল।
এ ব্যাপারে মাধবপুরের ইউএনও একেএম ফয়সাল বলেন,ঐ প্রতারক কোম্পানির বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য আমি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবো।এদের কর্মকাণ্ড সম্পর্কে আমার জানা ছিল না।