মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে বহরা ইউনিয়ন বিএনপি সভাপতি বহিস্কার
সিনিয়র প্রতিবেদক :
মাধবপুরে চাঁদাবাজির অভিযোগে এক বিএনপি নেতাকে দল থেকে বহিস্কার করা হয়েছে।বহিস্কৃত বিএনপি নেতার নাম শাহীন আলম রিপন।তিনি বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি হিসাবে দায়িত্ব পালন করছিলেন।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মাধবপুর উপজেলা শাখার দপ্তর সম্পাদক গিয়াস উদ্দিন তালুকদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রিপনকে বহরা ইউনিয়ন সভাপতির পদ থেকে বহিস্কারের বিষয়টি নিশ্চিত করে বলা হয়েছে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কর্মকান্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগেের প্রেক্ষিতে মাধবপুর উপজেলা বিএনপির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক শাহীন আলম রিপনকে ৩ নং বহরা ইউনিয়ন বিএনপির সভাপতি পদ সহ প্রাথমিক সদস্য পদ থেকে বহিস্কার করা হলো।
সূত্র জানিয়েছে বহিস্কৃত বিএনপি সভাপতি শাহীন আলম রিপন উপজেলার চৌমুহনী ইউনিয়নে অবস্থিত কোয়ালিটি ইন্টিগ্রেটেড এগ্রো লিমিটেড নামের একটি মাংস প্রক্রিয়াজাতকরন কারখানায় মোটা অংকের চাঁদা দাবি করে না পেয়ে ভাংচুরের চেষ্টা করেন রিপন।
বিষয়টি জানাজানি হলে তাকে দল থেকে বহিস্কার করা হয়। মাধবপুর উপজেলা বিএনপির সভাপতি শামসুল ইসলাম কামাল বহিস্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।তবে এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে চাননি তিনি। কোয়ালিটি ইন্টিগ্রেটেড এগ্রো লিমিটেড এর প্রধান কার্যালয় ফোনে যোগাযোগ করা হলে আনোয়ার হোসেন নামে এক ব্যক্তি ফোন ধরেন। তবে তিনি এ বিষয়ে কিছু বলতে অস্বীকৃতি জানান।
বহিস্কৃত বিএনপি সভাপতি শাহীন আলম রিপনের বক্তব্য পাওয়া যায়নি।