হবিগঞ্জের মাধবপুরে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল পৌনে দশটায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান সভাপতিত্বে উপজেলা পরিষদ সভাকক্ষে আলোচনা সভায় বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাএ এইচ এম ডাঃ ইশতিয়াক মামুন,ওসি আব্দুর রাজ্জাক,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বেনুমাধব রায়, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীধাম দাশ গুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান, আন্দিউড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান,উপজেলা প্রেসক্লাবের সদস্য ত্রিপুরারী দেবনাথ তিপু প্রমূখ।
বক্তারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির সম্পর্কে স্মৃতি চারণ করে বলেন এই পুরস্কার ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক পদক। বাংলাদেশ দীর্ঘ নয় মাস যুদ্ধের পর মাত্র দেশ প্রতিষ্ঠাকালীন সময়ে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ কর্তৃক বঙ্গবন্ধুকে জুলিও কুরি পদকে ভূষিত করা হয়।
বঙ্গবন্ধুর এই পুরস্কার ছিল একটি বিশাল গৌরবের বিষয় এবং দেশ ও জাতির অহংকার গর্বের প্রতীক। আরোও বলেন বঙ্গবন্ধু আন্তর্জাতিক সভায় শুধু বক্তব্যই রাখেন না বক্তব্যের অন্তরালে গুরুত্বপূর্ণ আলোচনা রাখতেন। এমনকি বিভিন্ন দেশের প্রতিনিধিের কাছে আলাদা আলাদা ভাবে তাদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা রাখতেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা দপ্তরের বিভিন্ন কর্মকর্তা বৃন্দ আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন,পর্যায়ক্রমে মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ সহ বিভিন্ন সংগঠন অংশগ্রহণ করেন।