নিজেস্ব প্রতিবেদক :
মাধবপুরে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত ।;
রবিবার ২৩ জুলাই সকাল সাড়ে ১০টায় উপজেলা চত্বরের সামনে জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে সবার আগে সুশাসন জনসেবার উদ্ভাবন স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি উপজেলা পরিষদের কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। র্যালিতে বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ অংশ নেয়।
পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুর রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা সুকোমল রায় উপজেলা কৃষি কর্মকর্তা আল মামুন হাসান, এএইচ এম ডাঃ ইশতিয়াক মামুন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এস এম জাকিরুল ইসলাম, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীদাম দাশ গুপ্ত, উপজেলা যুবলীগের সভাপতি মোঃ ফারুক পাঠান উপজেলা প্রেসক্লাবে সদস্য সুজন রায় প্রমূখ।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, -বর্তমান সরকার সরকারি সেবাসমূহ মানুষের দোরগোড়ায় নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে চলছে। ;
সে জন্য সরকারি দপ্তরের প্রত্যেক প্রধান গণ মানুষকে সেবা প্রদানের ক্ষেত্রে আরো বেশি আন্তরিক হতে হবে।; কোনো সেবাগ্রহীতা যেন কোনোভাবেই হয়রানির মুখে না পড়ে, সেদিকে দপ্তর প্রধানের ভূমিকা রাখতে হবে।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন, উপজেলা প্রেসক্লাবের যুগ্ম আহ্বায়ক শংকর পাল চৌধুরী, সাংবাদিক মো: নাহিদ মিয়া সহ বিভিন্ন সাংবাদিক বৃন্দ।
আরও পড়ুন ….