ক্রাইমসিন নিউজ ডেক্স :
মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতাঃ হবিগঞ্জের মাধবপুরে ঝড়ে রেললাইনের উপর গাছ পড়ে ট্রেন চলাচলে বিঘ্ন ঘটেছে। শনিবার (২৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার বহরা ইউনিয়নের গাঙ্গাইল এলাকায় ঝড়ে একটি গাছ ভেঙ্গে রেললাইনের উপর পড়ে যায়।
এসময় স্থানীয় লোকজন নিকটবর্তী মনতলা রেলস্টেশনে খবর দিলে স্টেশন মাস্টার সিলেট থেকে ঢাকাগামী পারাবত এক্সপ্রেস ট্রেনটি আটকে দেন। মনতলা রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো: আতাউর রহমান খাদেম জানান, সাড়ে আটটার দিকে আমরা খবর পাই রেললাইনে গাছ পড়েছে।
খবর পেয়ে ৮:৫৫ ঘটিকায় সিলেট থেকে আসা পারাবত এক্সপ্রেস ট্রেনটিকে স্টেশনে দাঁড় করিয়ে রেখে স্থানীয় লোকজনের সহায়তায় গাছটি সড়িয়ে ৯:৩৫ ঘটিকায় ট্রেনটিকে ছেড়ে যাওয়ার অনুমতি দেই।প্রায় চল্লিশ মিনিট পারাবত এক্সপ্রেস ট্রেনটি মনতলা রেলস্টেশনে আটকে ছিল।