ক্রাইমসিন নিউজ ডেক্স :
হবিগঞ্জের মাধবপুর থানার এসআই দ্বীন মোহাম্মদ ও এএসআই আব্দুল হাকিমের বিরুদ্ধে স্থানীয় এক মোবাইল ব্যবসায়ীর দোকানের মোবাইল লুট ও ১ লক্ষ টাকা চাঁদাবাজির অভিযোগ পাওয়া গেছে।
জানা যায়,
বৃহস্পতিবার(২৫ জুলাই) বিকালে উপজেলার জগদীশপুর বাজারের জান্নাত টেলিকমের মালিক আলী আহমদ আলতাবের দোকানে চোরাই মোবাইল উদ্ধারের কথা বলে ২জন পুলিশ কনস্টেবলসহ ওই ২ দারোগা দোকানের প্রায় ১৭টি মোবাইল হাতিয়ে নেন।পরে দোকান মালিকের ঘরে সার্চ ওয়ারেন্ট ছাড়াই প্রবেশ করে মামলা করার হুমকি দিয়ে ১ লক্ষ টাকা চাঁদা আদায় করেন।
ঘটনাটি স্থানীয় একাধিক সাক্ষীও রয়েছে। এ ঘটানার প্রতিবাদ জানিয়ে তদন্তের দাবী জানিয়েছেন স্থানীয় জগদীশপুর বাজার কমিটির সেক্রেটারী প্রবীর রায়। এ বিষয়ে ভুক্তভোগী মোবাইল ব্যবসায়ী আলতাব ও তার পরিবারের সদস্যরা জানান,এসআই দ্বীন মোহাম্মদ ও এসএসআই হাকিম আমাদের দোকানের সব মোবাইলই শুধু নেন নি, সাথে আমাদের ঘরে এসে লোকজনদের সাথে খারাপ ব্যবহার করেছেন।
মহিলাদের গালাগালি করেছেন। ভয় দেখিয়ে ১লক্ষ টাকা নিয়ে গেছেন।আমরা ভিডিও করতে চাইলে আমাদের মোবাইলও কেড়ে নিয়েছেন।তারা পুলিশ হয়ে গুন্ডার আচরন করেছেন। তারা ঘটনার বিচার চেয়ে হবিগঞ্জ পুলিশ সুপারে কাছে পৌছে দেয়ার জন্যে প্রতিবেদকের ভিডিও বক্তব্যও দিয়েছেন। মাধবপুর থানায় খোজ নিয়ে (২৬ জুলাই)শুক্রবার দুপুর ২ টা পর্যন্ত ওই ২ দোরোগার কর্তৃক এ বিষয়ে কোন মামলা কিংবা মোবাইলের জব্দ তালিকা পাওয়া যায় নি।
ফোনে যোগাযোগ করা হলে,পুলিশের ওই ২ কর্মকর্তা ঘটনার আংশিক সত্যতা স্বীকার করেন।এছাড়া বিষয়টি স্থানীয় সর্দার আ:জলিল মনুর মাধ্যমে মিমাংসা চলছে বলেও জানিয়ে ফোন কেটে দেন।
স্থানীয় সর্দার আ:জলিল মনুর বলেন,বিষয়টি আমরা সমাধানের চেষ্টা করছি।দোরাগা ২ জন আমাকে দায়িত্ব দিয়েছেন।তারা যা নিয়েছে সব ফিরত দেবে।
এ ব্যাপারে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) জাবেদ মাসুদ জানান,বিষয়টি আমি অবগত নই এখন জানলাম। এ ব্যাপারে খোজ নিয়ে দেখছি।