নিজেস্ব প্রতিবেদক :
মাধবপুরে নিখোঁজের ৪ দিনপর রঘুনন্দন পাহাড়ে অর্ধগলিত লাশ পাওয়া গেছে । খবর পেয়ে মাধবপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিলে লাশের সুরতহাল রির্পোট তৈরী করে লাশটি মর্গে প্রেরণ করে।;
১৫ জুলাই উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত সায়েব আলী ছেলে বাবুল মিয়া (৪৬) পার্শবর্তী রঘুনন্দন পাহাড়ে, প্রতিদিনের মত গরু চড়াতে যায়।;
কিন্তু ওই দিন দিন শেষে গরু বাড়ীতে ফিরে আসলেও বাবুল মিয়া ফিরে আসেনি।, পরে পাহাড়ের বিভিন্ন এলাকায় খোজাখঁজি করে না পেয়ে মাধবপুর থানায় তার স্ত্রী মাহমুদা বেগম- ১৭ জুলাই ডায়েরী করেন।;
পরে মঙ্গলবার সকালে স্থানীয় লোকজন রঘুনন্দন পার্বত্য এলাকা- বরুরা নামক স্থানে হাত পা ও মুখ বাধা অবস্থায় লাশ দেখতে পেয়ে, থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সুরতহাল ময়নাতদন্তের রির্পোট জন্য সদর হাসপাতাল মর্গে পাটানো হয়েছে।;’
পুলিশ জানায়, লাশের দেহে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তবে কি কারণে মারা গেছে তদন্ত চলছে, এ ছাড়া ময়নাতদন্ত রিপোর্ট এলে মৃত্যুর কারন জানা যাবে। ময়নাতদন্ত শেষে লাশ দাফন করা হয়েছে ।
ওসি আব্দুর রাজ্জাক জানান, অচিরেই রহস্য উদঘাটন হবে,এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে ।;
আরও পড়ুন …
হবিগঞ্জে নির্দলীয় নিরপেক্ষ সরকার পুনঃপ্রতিষ্ঠার ১ দফা দাবিতে পদযাত্রা