ক্রাইমসিন নিউজ ডেক্ম :
বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন লঙ্ঘন করে দেশি শালিক ও ময়না পাখি পালায় হবিগঞ্জের মাধবপুরে ১টি শালিক ও ১টি ময়না উদ্ধার করেছে স্বেচ্ছাসেবী সংগঠন পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা।
সূত্র জানায়,শনিবার (১৭ ফেব্রুয়ারি) উপজেলায় নোয়াপাড়ার সায়হাম কটন মিলস সংলগ্ন সুপারমার্কেট থেকে পাখি প্রেমিক সোসাইটির সাধারণ সম্পাদক বিশ্বজিৎ পালে ও কয়েকজন সদস্য নিয়ে পাখিগুলিকে মুক্ত করতে চাইলে পাখি মালিকদের হেনস্তার শিকার হন।
আরওপড়ুন ….
পরে স্থানীয় বন অফিসের জগদীশপুর বিটের বিট কর্মকর্তা এ.টি.এম সিদ্দিকুর রহমান ও তার সঙ্গীয় ফোর্স এসে পাখিগুলোকে উদ্ধার করে।
বিট কর্মকর্তা এ.টি.এম সিদ্দিকুর রহমান জানান,বিপদাপন্ন বন্যপ্রাণী কিংবা বন্যপ্রাণী অপরাধ দেখলেই তাৎক্ষনিক আমাদের সিনিয়র স্যারের পরামর্শ নিয়ে উদ্ধার করে থাকি।পাখি প্রেমিক সোসাইটির সদস্যরা সার্বক্ষণিক আমাদেরকে তথ্য সহযোগিতা করে থাকেন তাই তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।
Subscribe to get the latest posts sent to your email.