ক্রাইমসিন নিউজ ডেক্ম :
হবিগঞ্জের মাধবপুরে আলোচিত পাভেল হত্যা মামলার আরও ১৬ আসামিকে ঢাকা মহানগরী শাহবাগ থানাধীন মাজার গেইট এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-৩ ।
মাধবপুর থানার মামলা নং ০৬, তাং- ০৪/০২/২০২৪ সংক্রান্তে উক্ত আসামীদের ঢাকা র্যাব -৩ এর হাতে আটকের খবর পেয়ে মাধবপুর থানার এস আই তরিকুল ইসলাম ১৬ আসামি কে র্যাব-৩ ঢাকা থেকে গ্রেপ্তারপূর্বক নিজ হেফাজতে মাধবপুর থানায় নিয়ে আসেন।
গ্রেফতারকৃত আসামিরা হলো:
(১) সিরাজ মিয়া (২) জহিরুল্লাহ পাঠান বশির (৩) হাফিজুল্লাহ (৪) শফিক মিয়া (৫) বদিউজ্জামান(৬) উম্মেত আলী (৭) লোকমান মিয়া(৮) সেলিম মিয়া (৯) রাসেল মিয়া (১০) আলমগীর(১১) নুর আলী(১২) নাসির মিয়া(১৩) শের আলী(১৪) সুমন(১৫) ফারুক মিয়া(১৬) জাহাঙ্গীর , ঠিকানা : সর্বসাং বেজুড়া মাধবপুর হবিগঞ্জ।
আরও পড়ুন :
মামলার সূত্রে জানা যায়,
উল্লেখ্য রবিবার (৪ ফেব্রুয়ারী) বিকেলে নিহত পাভেল মিয়া’র বড় ভাই হামিদ মিয়া বাদী হয়ে ৬৩ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৭০/৮০ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মামলায় প্রধান আসামি জগদীশপুর ইউ/পি চেয়ারম্যান মাসুদ খান সহ ৫জনকে গ্রেফতার করা হয় ।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) মো: রকিবুল ইসলাম খান গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, র্যাবের সহযোগিতায় পাবেল হত্যা মামলার ঢাকা টিকাটুলি থেকে ১৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।এলাকার পরিস্থিতি স্বাভাবিক আছে।