মাধবপুরে পুলিশের গাড়িতে আগুন, এক পুলিশ সাব ইন্সপেক্টর আহত
মাধবপুর( হবিগঞ্জ) সংবাদদাতাঃ
হবিগঞ্জের মাধবপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ায় রতন চন্দ্র দেব নামে এক পুলিশের সাব ইন্সপেক্টর আহত হয়েছেন। এসময় শিক্ষার্থীরা পুলিশের একটি পিক-আপ ভ্যান পুড়িয়ে দেয়। রবিবার (৪ আগষ্ট) সকাল সাড়ে দশটায় উপজেলার জগদীশপুর ইউনিয়নের মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় এই ঘটনা ঘটে। এসময় কয়েক হাজার শিক্ষার্থী মুক্তিযুদ্ধা চত্বরে অবস্থান নেয়। একই সময়ে মাধবপুর উপজেলা সদরে ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে উপজেলা পরিষদের সামনে অবস্থান নেয়। অপরদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা মাধবপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে থেকে মিছিল নিয়ে সেমকো সিএনজি স্টেশনের কাছে অবস্থান নেয়। পরে সাড়ে ১২ টার দিকে শিক্ষার্থীরা ধাওয়া দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীদের তাড়িয়ে দেয়। এসময় শিক্ষার্থীরা উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবুল কাশেম এর মোটরসাইকেল সহ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে এবং উপজেলা পরিষদ হামলা ও ভাংচুর চালায়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত শিক্ষার্থীদের একটি অংশ থানায় হামলা চালানোর চেষ্টা করছে। পুলিশ ফাঁকা গুলি করে তাদের নিবৃত্ত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।##