সোহাগ মিয়া, মাধবপুর প্রতিনিধিঃ
শুক্রবার বেলা ১১ঘটিকার দিকে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নের রিয়াজনগর গ্রামে এ ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়, রিয়াজনগর গ্রামের অস্থায়ী বাসিন্দা মৃতঃ সওদাগর মিয়ার ছেলে মোঃ শাহআলম মিয়া (৩৫) একই ইউনিয়নের ফতেহপুর গ্রামের মৃতঃ বসু মিয়ার ছেলে মোঃ জিলু মিয়া (৩৫) কে হত্যার চেষ্টায় ধারালো দায়ের কোপে নৃশংসভাবে কুপিয়ে জখম করে।
পারিবারিক সূত্রে জানা যায়, বিগত ২০২০ সালের ৪ই সেপ্টেম্বর জিলু মিয়ার স্ত্রী (তিন সন্তানের জননী) কে নিয়ে লাপাত্তা হয় মোঃ শাহআলম। এবিষয়ে মামলাও করেন ভুক্তভোগী জিলু মিয়া। পরবর্তীতে শাহআলম মিয়া গত ১২ই ডিসেম্বর পরিকল্পিতভাবে জিলু মিয়াকে হত্যার উদ্দেশ্যে ধারালো অস্ত্র দিয়ে হামলা চালিয়ে জখম করেন। এবিষয়ে মামলা ও চলছে শাহআলম মিয়ার বিরুদ্ধে। এরই জেরে শুক্রবার বেলা ১১ঘটিকার দিকে জিলু মিয়াকে রিয়াজনগর গ্রামের বাসিন্দা মোঃ ফজল হক মিয়ার বাড়ির সামনে এলজি এইডি সড়কে একা পেয়ে হত্যার চেষ্টায় পেছন দিক দিয়ে ধারালো দা’ দিয়ে মাথার নিচে গাড়ের মধ্যে কুপিয়ে জখম করে। তখন রক্তাক্ত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন তিনি। তৎক্ষনাৎ শাহআলম মিয়া ঘটনাস্থল থেকে ছিটকে পালিয়ে যায়।
স্হানীয়দের সহযোগিতায় জখমি জিলু মিয়াকে উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এদিকে স্থানীয় ইউ’পির সদস্য (ওয়ার্ড মেম্বার) মোঃ নুর উদ্দিন হোসেন ওরফে নূরধন সহ স্থানীয় শাহজীবাজার বিদ্যুৎ কেন্দ্রে অবস্থানরত সেনাবাহিনীর টিম আসামি শাহআলম কে খোঁজতে তাঁর বাড়িতে অবস্থান নেওয়ার পরেও আসামিক খোঁজে পাওয়া যায়নি।