ক্রাইমসিন ডেস্কঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলার শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বজিত ভট্টাচার্য’কে বদলি জনিত কারণে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।
বুধবার (১৬ আগষ্ট) বিকেল চার ঘটিকায় উপজেলার শাহজাহানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা কবির হোসেন ।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিবুর রহমান এর সঞ্চালনায় ও সভাপতি মিজানুর রহমান আজিজি’র সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি বক্তব্য রাখেন সহকারী শিক্ষা কর্মকর্তা মো: রফিকুল নাজিম, শাহেনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সুজিত দেব রায়, মেহেরগাও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এখলাছউল রহমান, মাধবপুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি হীরেশ ভট্টাচার্য হিরো, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সদস্য তোফাজ্জল হোসেন চৌধুরী, ইউ/পি সদস্য সাইফুল ইসলাম লিটন, ম্যানেজিং কমিটির সদস্য কানু পাল, সহকারী শিক্ষিকা জাহানারা বেগম প্রমুখ। সভা শেষে স্কুলের ছাত্রছাত্রী ও শিক্ষকবৃন্দ সংবর্ধিত অতিথিকে ক্রেষ্ট ও উপহার প্রদান করেন।
আরও পড়ুন ….