স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নের জোয়াল ভাঙ্গা গ্রামে প্রতারণার আশ্রয়ে প্রবাসীর টাকা আত্মসাৎ করার পায়তারা ও ভুক্তভোগী কে মারধরের অভিযোগ পাওয়া গেছে।
অভিযোগ সূত্রে জানা ভুক্তভোগী রোকেয়া খাতুন দীর্ঘদিন সৌদি আরব থেকে আত্নবিশ্বাসী হয়ে বসত ঘর তৈরির জন্য বাংলাদেশে অবস্থান রত তার মা রমিজা খাতুনের ব্যাংক একাউন্টে টাকা প্রেরণ করেন।
কিন্তু রোকেয়া খাতুনের প্রেরণ কৃত টাকায় তার নিজের জমিতে ঘর তৈরি না করে অন্যত্রে ঘর তৈরি করে তার মা রমিজা খাতুন।
দেশে ফিরে রোকেয়া বেগম দেখতে পায় তার প্রেরণ কৃত টাকায় নিজের জমিতে ঘর নেই। পরবর্তীতে রোকেয়া খাতুন তার টাকায় নির্মান করা ঘরে বসবাস শুরু করে।
এমতাবস্থায় রোকেয়া খাতুন এর ভাই সোয়াব মিয়া তার সহযোগীদের নিয়ে রোকেয়া খাতুন কে ঘর থেকে বের করে দেওয়ার জন্য মারপিট করে। ফলশ্রুতিতে ভুক্তভোগী বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
প্রত্যক্ষদর্শীরা জানান থানায় লিখিত অভিযোগ দায়ের করার পর সোয়াব মিয়া গং আবারো রোকেয়া খাতুন এর উপর আক্রমণ করে।
জানতে চাইলে ভুক্তভোগী প্রতিবেদককে বলেন, জীবনের তাগিদে প্রবাসে থেকে পরিবারের হাতে প্রায় ২৪/২৫ লাখ টাকা তুলে দিলাম শান্তিতে বসবাস করার জন্য। কিন্তু এই টাকাই আজ আমার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তিনি আরো বলেন আমি আইনের আশ্রয় নিয়েছি। তারপর ও জীবন নিয়ে আতংকে আছি। যে কোন সময় আমার প্রাননাশের সম্ভাবনা রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী ছোয়াব মিয়ার মোবাইলে কয়েকবার কল করেও তার বক্তব্য নেওয়া সম্ভব হয় নি।
জানতে চাইলে মামলার তদন্ত কারী কর্মকর্তা এস আই মোফাজ্জল হোসেন বলেন, আমি স্পটে গিয়ে পরিদর্শন করে আসছি,পারিবারিক ঝামেলা। অধিকতর তদন্তে আশাকরি সত্য উদঘাটন করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।