ক্রাইমসিন নিউজ ডেক্স :
প্রাণিসম্পদে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ, এই প্রতিপাদ্য সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে প্রাণিসম্পদ সেবা সপ্তাহ ও প্রদর্শনীর মেলা শুভ উদ্বোধন করা হয়েছে।
প্রদর্শনীর মেলা উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান, (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা স্টল পরিদর্শন করেন। গতকাল বৃহস্পতিবার (১৮ এপ্রিল ) দুপুরে সাড়ে ১২ টায় মাধবপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মাধবপুর উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভূমি রাহাত বিন কুতুব,সঞ্চালনায় করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আব্দু সাত্তার বেগ।
এ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাধবপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান এফ এ এন এম শাহাজান, বীর মুক্তিযোদ্ধা মোঃ জারু মিয়া, পল্লী উন্নয়ন কর্মকর্তা ফয়সাল চৌধুরী, আন্দিউড়া ইউনিয়নের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান, প্রেসক্লাবের সাবেক আহবায়ক আইয়ুব খান, সাধারণ সম্পাদক সাব্বির হাসান, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সভাপতি তোফাজ্জাল হোসেন চৌধুরী বাবু,উদ্যোক্তা মোক্তাকিন চৌধুরী,পবিত্র কোরআন তেলওয়াত করেন মতিউর রহমান, গীতাপাঠ বাবু ধ্রুব চন্দ্র পাল খামারীগণ প্রমুখ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল চত্বরে প্রদর্শনীতে মোট ২৯ টি স্টলে বিভিন্ন পশু-পাখি প্রদর্শন করেন খামারীরা।
আরওপড়ুন ….
এখানে তারা উন্নত প্রজাতির বিভিন্ন গরু, ছাগল, মহিষ, ভেড়া, গাড়ল, কবুতর ও সৌখিন পাখি, হাঁস মুরগিসহ নিয়ে উপস্থিত হয়। এবং বিভিন্ন ঔষধ কোম্পানি তাদের পণ্য প্রদর্শন করেন। প্রদর্শনী শেষে ৫ ক্যাটাগরীতে (গরু-মহিষ, ছাগল-ভেড়া-গারল, হাস-মুরগী, সৌখিন পোষাপাখি ও কবুতর, প্রযুক্তি ও পণ্য) ১৫জন খামারীকে (টাকার চেক) পুরস্কৃত করা হয়।