ক্রাইমসিন ডেস্ক :
হবিগঞ্জের মাধবপুরে ভারতীয় ২৯৯ বোতল ফেনসিডিলসহ এক যুবককে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) রাত ২টায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-১, ব্রাহ্মণবাড়িয়া কোম্পানীর একটি আভিযানিক দল উপজেলার হরষপুর রেলওয়ে স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মোঃ রাজু মিয়া (২৪) উপজেলার ধর্মঘর ইউনিয়নের শিবরামপুর গ্রামের মোঃ চাঁন বাদশা মিয়ার ছেলে।
র্যাব এর সিনিয়র এএসপি আফসান-আল- আলম এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করে জানান, ধৃত মাদক ব্যাবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক আলামত সহ মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে।
আরও পড়ুন …