মাধবপুরে বাস ট্রাক সং★ঘর্ষ চালক নি★হ★ত
আ★হত-১০
মাধবপুর( হবিগঞ্জ) প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে যাত্রীবাহী বাস ও ট্রাকের মধ্যে মধ্যে মুখোমুখি সংঘর্ষে বাসের চালক নিহত সহ ১০ যাত্রী গুরুতর আহত হয়েছেন।শুক্রবার বেলা ১১ টায় মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা এএলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটেছে। নিহত বাস চালকের নাম সুমন মিয়া(৩০)। তিনি নরসিংদী শিবপুর উপজেলার নদীয়া গ্রামের সুরুজ মিয়ার ছেলে।আহত বাসযাত্রীদের মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।মাধবপুর থানার ডিইউটি এস আই শাহনুর জানান,শুক্রবার বেলা ১১ টার দিকে সিলেট থেকে ছেড়ে আসা যাত্রীবাহী মিতালি বাস ঢাকা যাওয়ার পথে জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বরে সিলেটগামী ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এতে বাসের সামনের অংশ দুমড়েমুছড়ে গিয়ে চালক সহ যাত্রীরা গুরুতর আহত হয়।এর মধ্যে চালক সুমন মিয়া ঘটনাস্থলে মারা যান।গুরুতর আহত যাত্রীদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়েছে।বাস ও ট্রাক পু্লিশ জব্দ করেছে।
Subscribe to get the latest posts sent to your email.