মাধবপুরে বিনামূল্যে ছাগল ভেড়ার পিপিআর টিকা ক্যাম্পেইন।
আনিসুর রহমান, প্রতিনিধি:
হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় পিপিআর রোগ নির্মূল ও ক্ষুরা রোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ছাগল-ভেড়ার বিনামূল্যে ভাইরাসজনিত প্রাণঘাতি পিপিআর রোগ প্রতিরোধে টিকাদান কার্যক্রম। বুধবার ৩ অক্টোবর বেলা ১১ টার দিকে উপজেলার ৬নং শাহজাহানপুর ইউনিয়নের তেলিয়াপাড়া গ্রামের তেলিয়াপাড়ায় চা বাগানে সংলগ্ন এই পিপিআর টিকাদানের কার্যক্রম শুরু করা হয়।
উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল সূত্রে জানা গেছে, মাধবপুর ১ অক্টোবর থেকে ১৮ অক্টোবর পর্যন্ত পিপিআর ভ্যাক্সিনের ১৬ হাজার ছাগল-ভেড়াকে টিকা দেওয়া হবে। এই ভাইরাসজনিত পিপিআর রোগে আক্রান্ত ছাগল-ভেড়া গুরুতর ডায়রিয়া ও সর্দি কাশি হয়ে মৃত্যুর মুখে পতিত হয়।
পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় প্রত্যেকটি ছাগল-ভেড়াকে পর্যায়ক্রমে টিকা প্রদানের মাধ্যমে রোগ প্রতিরোধের সক্ষমতা তৈরি করা হবে। উপজেলার ১১ টি ইউনিয়ন,ও পৌরসভা প্রতিটি ওয়ার্ড পর্যায়ে ক্যাম্পেইন ও ইউনিয়নের সকল এলাকায় ভ্যাক্সিন টিম ওয়ার্ড ভিত্তিক ক্যাম্পিংয়ের মাধ্যমে পিপিআর রোগের ফ্রি ভ্যাক্সিন দেওয়া হবে।
টিকাদান ক্যাম্পেইন পরিদর্শন করেন হবিগন্জ জেলার প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোঃ আব্দুল কাদের। উপস্থিত ছিলেন উপপরিচালক ডা. মোঃ আব্দুস ছামাদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মাধবপুর, ডা: মিঠুন সরকার।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা.
মোঃ আবদুল কাদের
বলেন, ছাগলকে গরীবের গাভী বলা হয়। ছাগল-ভেড়া পালনকে লাভজনক ও রপ্তানিমুখী করতে হলে বাংলাদেশ থেকে পিপিআর রোগ নির্মূল করতে হবে। তাই ভ্যাক্সিনেশনের কোনো বিকল্প নেই।